6 মাস আগে
জি-৭-এর আয়োজক দেশ কানাডা নরেন্দ্র মোদিকে আমন্ত্রণই জানায়নি
আগামী ১৫–১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির জোট জি-৭-এর বার্ষিক শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের সমন্বয়ে গঠিত এই জোটের সঙ্গে গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে যুক্ত থেকেছে ভারত। ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে জি-৭ সম্মেলনে আমন্ত্রিত হয়ে আসছে দেশটি। কিন্তু এবারের আয়োজনে একটি ব্যতিক্রম দৃষ্টিগোচর হয়েছে—জি-৭-এর আয়োজক দেশ কানাডা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি।