 
                
                
                
            
            জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। ফেরার পথে প্রধানমন্ত্রী মোদিকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুটে ভারত পৌঁছায়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ফ্লাইট রাডার-২৪-এর বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব থেকে ফিরে আসার পথে মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশপথ ব্যবহার না করে আরব সাগরের উপর দিয়ে উড়ে গুজরাট হয়ে দিল্লি পৌঁছায়। অথচ রিয়াদগামী যাত্রাপথে একই বিমান পাকিস্তানের আকাশসীমা পেরিয়েছিল।
বিশ্লেষকদের মতে, রুট পরিবর্তনের এ সিদ্ধান্ত ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক মনোভাবেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে এমন এক সময়ে, যখন জম্মু-কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
ফেরার পরপরই প্রধানমন্ত্রী মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তাকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন কর্মকর্তারা। যদিও বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সূত্র বলছে—প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার পেছনে কোনো গোষ্ঠী জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
সূত্র:কালবেলা
 
                        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
 
                        বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
 
                        ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
 
                        খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই