5 মাস আগে

বাগেরহাটে রামপাল উপজেলায় চাকশ্রীবাজার জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়ন এবং বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়ন এর উদ্যেগে দাঁড়িপাল্লা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সময় রামপাল উপজেলা চাকশ্রীবাজারের এক গম্বুজ মসজিদ থেকে শুরু করে বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়নের কালিবাড়ি বাজার,খানপুর ঘুরে চাকশ্রীবাজার বটতলা গিয়ে শেষ হয়।উক্ত দাঁড়িপাল্লা মিছিলে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামি বাগেরহাট জেলা নায়েবে আমির,কেন্দ্রীয় শুরা কর্মপরিষদে সদস্য এবং বাগেরহাট-৩ (রামপাল+মোংলা) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী -এ্যাড মাওলানা শেখ ওয়াদুদ।

6 মাস আগে

ফকিরহাটে রেলওয়ের গাছ পড়ে চার ফার্নিচার দোকান গুঁড়িয়ে: ক্ষতিগ্রস্তদের আহাজারি, পুনর্বাসনের দাবি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বুধবার (১৮ জুন ২০২৫) সকাল ৮টার দিকে ভয়াবহ এক দুর্ঘটনায় চারটি ফার্নিচারের দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সিংগাতী পোস্ট অফিসের সামনে বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা একটি বিশাল গাছ হঠাৎ উপড়ে পড়ে “রেশমি ফার্নিচার”, “মুন্নি ফার্নিচার” এবং “জিহাদুল ফার্নিচার”-এর উপর। এতে দোকানগুলো কার্যত মাটির সঙ্গে মিশে যায়। ক্ষয়ক্ষতি ভয়াবহ, দোকান মালিকের কান্না ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন মুন্নি ও রেশমি ফার্নিচার-এর মালিক মো. বাবুল মোড়ল। তার মালিকানাধীন তিনটি দোকানই একসঙ্গে ধসে পড়ে। তিনি বলেন, “আমার স্বপ্নের তিনটি দোকান এক মুহূর্তেই শেষ হয়ে গেল। ভেতরে ১০ লাখ টাকার মালামাল ছিল—সব ধ্বংস। এখন বাঁচাটাই চ্যালেঞ্জ হয়ে গেছে।” জানা গেছে, এই দোকানগুলোতে খাট, আলনা, ড্রেসিং টেবিল, ওয়াল কেবিনেটসহ বহু প্রস্তুতকৃত মূল্যবান ফার্নিচার ও যন্ত্রপাতি ছিল, যা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন জিহাদুল ফার্নিচারের মালিক জিহাদুল ইসলাম। অচল মহাসড়ক, সংকটে কর্মজীবন রেলওয়ের গাছটি খুলনা-রূপসা-বাগেরহাট মহাসড়কের উপর পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ কেটে রাস্তা উন্মুক্ত করার কাজ শুরু করে। তবে এখনও সম্পূর্ণভাবে গাছ অপসারণ সম্ভব হয়নি। এদিকে, চারটি দোকানে মোট ৫০ জনের বেশি শ্রমিক ও কর্মচারী নিয়মিত কাজ করতেন। দোকানগুলো চালু না হওয়া পর্যন্ত তাদের সবার কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রশাসনের প্রতি আহ্বান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা রেলওয়ের গাছ দ্রুত অপসারণ এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মীদের পুনর্বাসনের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষায়, “প্রশাসনের দৃষ্টি না পড়লে অনেক পরিবার পথে বসে যাবে। এই গাছ অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।”

6 মাস আগে

বাগেরহাটে আল হেলালের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে প্রচার অভিযান

খানপুর ইউনিয়নে জেলা স্বেচ্চাসেবক দলের বতর্মান আহ্বায়ক কমিটি সদস্য, আল হেলাল বাবু এর নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে খানপুর ইউনিয়নের কালিবাড়ি বাজার, কাচারিবাড়ি মোড়,কলেজ মোড় সহ খানপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গনকর্মসূচি পালন করেছেন।উক্ত জনসংযোগে উপস্থিত ছিলেন,জেলাস্বেচ্চাসেবক নেতা রাজ হাওলাদার,শ্রমিক নেতা এনামুল কবির,বাগেহাট সদর উপজেলা ছাএদলের সাবেক যুগ্নআহব্বক আল আমিন,বাগেহাট সদর উপজেলা ছাএদলের সাবেক যুগ্নআহাব্বক জহির রায়হান বাবু,খানপুর ইউনিয়নে ছাএদলের সাবেক সভাপতি তুহিন শেখ, সহ স্বেচ্চাসেবক দলের নেতা কর্মি গন উপস্থিত ছিলেন।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল