 
                
                
                
            
            বাগেরহাট সরকারি পিসি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, এটি একটি সাদাকায়ে জারিয়াও বটে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোর্শেদ আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক সোহেল রানা, এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পিসি কলেজ শাখার সভাপতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি রনি হাওলাদার, পৌর শাখার সেক্রেটারি নিয়ামুল ইসলাম এবং জেলা শাখার সদস্য ও পৌর সাংগঠনিক সম্পাদক শেখ আরমান হোসেন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির পরিবেশ রক্ষায় তাদের দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ ঘটিয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 
                        শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
 
                        গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
 
                        চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
 
                        আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা