7 মাস আগে
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হচ্ছে দোকান-স্থাপনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। টিএসসি-সংলগ্ন ফটক এলাকা থেকে অভিযান শুরু হয় এবং এখনো তা চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকশ অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।