6 মাস আগে

সৌদি আরব ৪৩৬ অবৈধ হজ এজেন্সি বন্ধ করেছে, গ্রেপ্তার ৪৬২

চলতি বছর সৌদি সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজ। এদিকে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদিআরব সরকার। দেশটি এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এ ছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী। মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহণের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ প্রবাসী এবং ৩১ সৌদি নাগরিক রয়েছেন।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল