7 মাস আগে
সাদমানের শতকে বড় পুঁজির লক্ষ্যে বাংলাদেশ
সেঞ্চুরির সুবাসটা প্রথম সেশন থেকেই পাচ্ছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় সেশনে এসে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত সেই ম্যাজিক্যাল মার্কে। দিনের প্রথম বল থেকে যেভাবে মাথা ঠাণ্ডা রেখে খেলেছেন, এগিয়েছেন সেভাবেই। তাতে ফলটাও পেলেন হাতেনাতে। অনবদ্য এক সেঞ্চুরির দেখা পেলেন বাহাতি এই ওপেনার, ২৬ ইনিংস পর।