7 মাস আগে
‘শ্রমিক ছাঁটাইয়ের পেছনে সরকারের ব্যর্থতা দায়ী’—রিজভীর অভিযোগ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারের ভুল নীতির কারণে দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। তিনি বলেন, ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সাধারণ শ্রমজীবীদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। অথচ প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে চালু রাখা যেত। এতে হাজার হাজার শিক্ষিত কর্মীর কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হতো।