6 মাস আগে

সরকারি উদ্যোগে বাংলাদেশের জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা উচিত: শায়খ আহমাদুল্লাহ

চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ বাস্তবতার আলোকে দেশের জনগণকে সরকারি উদ্যোগে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, এই মুহূর্তে কারা জুলুমের শিকার, তা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। তার মতে, একজন মুসলিমের সাথে ভিন্নমত থাকলেও, সেই ভিন্নমত আপন জায়গায় ঠিকই থাকবে। তবে মুসলিম হিসেবে সব সময় জুলুম ও জালেমের বিরুদ্ধে অবস্থান করাই মূল দায়িত্ব। তিনি আরও স্পষ্ট করেন, নির্যাতিত ব্যক্তি অমুসলিম হলেও একজন মুসলিম তার প্রতি সহানুভূতি দেখাবে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল