7 মাস আগে
রাফাল ও মিগ–২৯সহ ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত—পাকিস্তানের দাবি
ভারতের "অপারেশন সিঁদুর" অভিযানের জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই তথ্য নিশ্চিত করে জানান, “ভারত সব বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, কোনো জঙ্গি শিবির ছিল না।” তিনি ভারতের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন।