8 মাস আগে
রানা প্লাজা- একটি ট্রাজেডি
আজ রানা প্লাজা ট্রাজেডির এক যুগ অতিবাহিত হচ্ছে। ২০১৩ সালের আজকের দিনে (২৪ এপ্রিল) আট তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার জন। দেশের ইতিহাসে সাভারের রানা প্লাজা ধস একটি বড় ধরনের ট্র্যাজেডি। এই ঘটনা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও। মর্মান্তিক এ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। সেদিনের ভয়াবহ স্মৃতিকে স্বরণ করে লেখা হয়েছে অসংখ্য কবিতা গল্প গান নাটক। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক কবি রবিউল মাশরাফী দিনটিকে স্মরণ করে লিখেছেন এই কবিতাটি।