7 মাস আগে
নেত্রকোনার একটি কলাগাছে ৫০টি মোচা; দেখতে উৎসুক মানুষের ভিড়
নেত্রকোনার বারহাট্টা উপজেলার উজানগাঁও গ্রামে একটি কলাগাছে একসঙ্গে প্রায় ৫০টি মোচা (থোর) দেখা গেছে। বিরল এই দৃশ্য দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসছেন উৎসুক মানুষজন। সামাজিক যোগাযোগমাধ্যমেও গাছটির ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।