6 মাস আগে

ইসিতে নতুন দল নিবন্ধনের ৬৮ আবেদন, সময় শেষ রোববার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৬৮টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ৬৫টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছে। যাতে ১৪টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাকি দলগুলোর আবেদনের যাচাই এখনো চলমান। ইসি’র নির্ধারিত সময় অনুযায়ী, নিবন্ধনের আবেদন জমা দেয়ার শেষদিন রোববার। এর আগে গত ১০ই মার্চ এক গণবিজ্ঞপ্তিতে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। প্রথম দফায় ২০শে এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। ওই সময়সীমার মধ্যে ৬৫টি দল আবেদন করে। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন জানালে কমিশন সময়সীমা ২২শে জুন পর্যন্ত বাড়ায়। বাড়ানো সময়ের মধ্যে এখন পর্যন্ত নতুন আরও ৩টি দল আবেদন করেছে। বাকি পাঁচদিনে এনসিপিসহ আরও কিছু নতুন রাজনৈতিক দল আবেদন করার কথা রয়েছে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল