7 মাস আগে
বাড়তি দামের ধাক্কা এবার সরকারি এলপিজিতেও
সরকারি দামে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস কিনে তিন হাজারেরও বেশি পরিবেশক ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করে মোটা মুনাফা করছেন। অথচ এই গ্যাসের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সহজলভ্য দামে জ্বালানি সরবরাহ করা।