7 মাস আগে
জুলাই ২০২৪; সাংস্কৃতিক যোদ্ধা- সাংস্কৃতিক সংগঠনের দায় ও দায়িত্ব
রাজনৈতিক লড়াইয়ে বিজয় অর্জিত হওয়ার পর এই বিজয়কে ধারণ করে রাখে সাংস্কৃতিক অঙ্গন। জুলাইয়ে বাংলাদেশপন্থীদের বিজয় হয়েছে। পরাজিত হয়েছে ফ্যাসিস্ট ও তার সকল ল্যাসপ্যান্সাররা। পরাজিত হয়েছে তাবেদার পক্ষ। জুলাই বিপ্লবের পর স্থবির হয়ে গেছে জুলাইয়ের সাংস্কৃতিক যোদ্ধারা। নিস্ক্রিয় হয়ে গেছে বিজয়ী জুলাই যোদ্ধাদের সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা যেন বিজয় আনন্দে তৃপ্ত হয়ে আত্মতুষ্টিতে অলস আরামে বিভোর। অথচ সাংস্কৃতি সংগঠন ও সাংস্কৃতিক যোদ্ধাদের কাজের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়াই ছিল সময়ের দাবি।