7 মাস আগে
রাজধানীতে ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে অচল অবস্থা: যানজটে নাকাল নগরবাসী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে।