6 মাস আগে

বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেপ্তার

বগুড়ায় যুবলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এক আলোচিত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারী (৩২)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) ভোরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বালু ও মাদক ব্যবসা, সুদ কারবারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল