7 মাস আগে
গণঅভ্যুত্থানোত্তর সময়েও জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপনের দায়সারা প্রস্তুতি!
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপনে এবার তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ আয়োজন শুরু হবে আগামী ২৫ মে। কুমিল্লা ও ত্রিশালে থাকবে মূল আয়োজন। স্মারক বক্তৃতা ও স্মরণিকাসহ এই আয়োজনগুলোয় প্রাধান্য পাবে নজরুলের জীবনদর্শন। নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে উঠবে সবকিছু। সংস্কৃতিবিষয়ক মন্ত্রাণালয়ের নানা অধিদপ্তর ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও নানা অনুষ্ঠানের আয়োজন করবে। আগের সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় ও সহযোগী প্রতিষ্ঠানগুলো নজরুলের জন্মজয়ন্তী ও মৃত্যু দিবসে দায়সারা গোছের ছোট্ট পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। অবস্থাদৃষ্টে মনে হয়, এবারও তার ব্যত্যয় ঘটবে না। এ দেশে নজরুল চর্চাকে যতঠুকু সম্ভব চাপা রাখা যায়, নজরুলের দর্শনকে যেভাবেই হোক যতটুকু দমিয়ে রাখা যায়- এ প্রচেষ্টা এখনো অব্যাহত আছে বলে প্রতীয়মান হচ্ছে।