8 মাস আগে
কানাডায় লাপু লাপু উৎসবে গাড়িচাপায় ৯ জনের প্রাণহানি
হাজার হাজার ফিলিপিনো শনিবার কানাডার ভ্যাঙ্কুভারে লাপু-লাপু দিবস উদযাপন করছিলেন। একটি গৌরবময় ঐতিহাসিক মুহূর্ত স্মরণে সড়কে আয়োজিত এই অনুষ্ঠানেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জনতায় ঠাসা ভিড়ের মধ্যে হঠাৎই উঠে গেল একটি দ্রুত গতির গাড়ি। যাতে হতাহত হলো বহু মানুষ।