6 মাস আগে

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (৬ জুন) বাংলাদেশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। চাঁদপুর, জামালপুর, ফরিদপুর, দিনাজপুর, মুন্সীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা আজ ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করছেন। চাঁদপুরে সাদ্রা দরবার শরীফের ঐতিহ্য চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত শুরু হয়, যার ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় সকাল ৯টায় নামাজের ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন। প্রায় ৯৬ বছর ধরে চলে আসা এই প্রথায় বর্তমানে অর্ধশতাধিক গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল