6 মাস আগে
লন্ডনে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছেন টিউলিপ সিদ্দিক
প্রফেসর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চান বৃটেনের সাবেক মন্ত্রী, পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোনঝি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। লন্ডন সফরকালে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। আজ এই খবর দিয়েছে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান লিখেছে, অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকাল থেকে টিউলিপ সিদ্দিকী যেসব সুযোগ-সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগের পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি এ অনুরোধ করেন।
প্রতিবেদনটি লিখেছেন, দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফি। ‘Tulip Siddiq requests meeting with Bangladeshi leader over corruption allegation’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আজ ৮ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৫টায় পত্রিকাটির অনলাইন সংস্কারে আপলোড করা হয়।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটির অনুবাদ এখানে তুলে ধরা হলো।
টিউলিপ, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, এবং যিনি গত সপ্তাহে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন, তার বিরুদ্ধে ঢাকার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে তিনি সাবেক সরকারের শাসনকাল থেকে সুবিধা পেয়েছেন।
মিডিয়ায় একাধিক অভিযোগ প্রচারিত হয়েছে, যার মধ্যে একটি হলো -বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে সিদ্দিক বা তার মা ৭,২০০ বর্গফুটের একটি জমি ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ পেয়েছেন।
সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা এগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, এই অভিযোগ নিয়ে তাকে কখনোই কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেনি।