কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাজমুল হাসান উপজেলার সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় ওঠেন। সেখানে বন্ধুরা মিলে লুডু খেলছিলেন, আর নাজমুল মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভবনের লিফটের জন্য রাখা খোলা জায়গা দিয়ে নিচে পড়ে যান।
তার পড়ে যাওয়ার শব্দে উপস্থিত বন্ধুরা নিচে ছুটে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ মোহাম্মদ তানজিন বলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে লুডু খেলছিলাম। নাজমুল পাশেই ফোনে কথা বলছিল। হঠাৎ দেখি সে নিচে পড়ে গেছে। আমরা দ্রুত নিচে নেমে তাকে হাসপাতালে নিয়ে যাই।”
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত সে লিফট শাফট দিয়ে পড়ে গেছে। হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা