 
                
                
                
            
            ভারতশাসিত জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো একজন ওই এলাকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, প্রথমে সংঘর্ষের শুরু কুলগামে হলেও পরে সেটি শোপিয়ানের একটি জঙ্গলে ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর যৌথ অভিযান প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের ঘিরে ফেলা হয়।
ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করা হয়। অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা গুলি ছোড়ে, যার পর উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয়। এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনী জানায়, অভিযান এখনো চলমান।
এই অভিযানের সময়কাল এবং প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হন, যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। চারদিনের পালটাপালটি সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে জানান, ‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি, বরং এটি কেবল “স্থগিত” রাখা হয়েছে। তার কথায়, “পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। তাদের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া ভারত থেমে থাকবে না।”
তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করব তাদের মনোভাবের ওপর ভিত্তি করে। যদি তারা পিছু হটে বা বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে আমরা আবারও প্রতিশোধমূলক ব্যবস্থা নেব।”
ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীর পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 
                        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
 
                        বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
 
                        ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
 
                        খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই