সারাদেশে একযোগে ২৫২ জন বিচারককে বদলি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২ জুন) এ এফ এস গোলজার রহমান স্বাক্ষরিত পাঁচটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী ও সহকারী জজ পদমর্যাদার ২৫২ জন কর্মকর্তা। তাদের আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
একই দিনে প্রকাশিত অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির সঙ্গে সঙ্গে তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তিনি ছুটি শেষে দায়িত্ব হস্তান্তরের পর বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।
সব প্রজ্ঞাপনেই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড