যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়ে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানটিতে থাকা প্রায় ৩০০ আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের টারম্যাকে থাকা অবস্থায় হঠাৎ ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালু হয় জরুরি প্রক্রিয়া। যাত্রীদের ইনফ্লেটেবল স্লাইডের মাধ্যমে দ্রুত নামিয়ে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের পাশ থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে, পাশে অবস্থান করছে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি।
ঘটনাটি ঘটে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১২১৩-তে। এটি অরল্যান্ডো থেকে আটলান্টা যাওয়ার কথা ছিল। বিমানে তখন ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট ছিলেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। অগ্নিনির্বাপণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, “ইঞ্জিনে আগুনের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এমন পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
ঘটনার পর বিমানবন্দরে কিছু সময়ের জন্য উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
সূত্র:বিবিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই