পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, ভারতের সামরিক অভিযানে মসজিদ, নারী ও শিশুরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তিনি জানান, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং একাধিক শত্রুঘাঁটি ধ্বংস করা হয়েছে। শিগগিরই ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, 'অপারেশন সিন্দুর'-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, এসব হামলা ছিল ‘যথাযথভাবে পরিকল্পিত’।
এদিকে ভারতের এই সামরিক অভিযানকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বিশ্বের জন্য অশুভ ইঙ্গিত বহন করে। তিনি নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভিযান নিয়ে উদ্বেগ জানিয়ে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান।
চলমান এই উত্তেজনায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই