আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দীন।
উপদেষ্টা জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে এ দাম হবে ৫৫ থেকে ৬০ টাকা। পাশাপাশি, ঢাকায় গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, এবং ঢাকার বাইরে সর্বনিম্ন মূল্য ১ হাজার ১৫০ টাকা।
ছাগল ও খাসির চামড়ার দাম
বাণিজ্য উপদেষ্টা বলেন, “চামড়ার বাজারে ভারসাম্য ও ন্যায্য দামের নিশ্চয়তা দিতে আমরা সময়মতো এই সিদ্ধান্ত নিয়েছি। যেন সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয় এবং চামড়াশিল্প স্থিতিশীল থাকে।”
দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে তা রফতানির সুযোগ রাখা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে আগের যেসব বিধিনিষেধ ছিল, সেগুলো সরকার ইতোমধ্যে প্রত্যাহার করেছে। ফলে এবার আন্তর্জাতিক বাজারেও চামড়া বিক্রির সুযোগ থাকবে, যা শিল্পে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ী, সংরক্ষণকারী ও খাতসংশ্লিষ্টদের নিয়ম মেনে কাজ করার আহ্বান জানান, যাতে অতীতের মতো চামড়া নষ্ট বা অপ্রয়োজনীয় সংকট তৈরি না হয়।