বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যেই টালবাহানা শুরু হয়েছে। তিনি বলেছেন, "অল্প সংস্কার, বেশি সংস্কারের" জটিলতার মধ্যে পড়ে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিনটি অঙ্গসংগঠনের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। সমাবেশে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আহ্বান জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তারেক রহমান বলেন, বিগত সব তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছে, অথচ এখন দশ মাস পার হলেও বর্তমান সরকার কোনো দিনক্ষণ ঘোষণা করছে না। তিনি বলেন, পতিত স্বৈরাচারদের কাছে নির্বাচনের কোনো গুরুত্ব ছিল না, এখনো নেই।
তার বক্তব্যে জাতীয়তাবাদী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
এই সমাবেশ ছিল বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজন করা মে মাসব্যাপী কর্মসূচির শেষপর্ব। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ