বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান — সব ধর্মের মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এখানে সংখ্যালঘু বলে কিছু থাকবে না।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষের অংশ।
ডা. শফিক বলেন, “গত ৫ আগস্টের ঘটনার পর দুর্গাপূজায় নাশকতার আশঙ্কায় আমাদের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। এটা কোনো রাষ্ট্রীয় দায়িত্ব নয়, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে তারা তা করেছে। হিন্দু ভাইয়েরা যতদিন প্রয়োজন মনে করেছেন, আমাদের কর্মীরা ততদিন তাদের পাশে থেকেছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, ভবিষ্যতে আপনাদের কোনো পাহারার প্রয়োজন না হোক। যদি কেউ অন্যায় করে, তবে আপনারা প্রতিবাদ করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আমরা জালিমের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ব।”
এক জাতের ফুলে নয়, বাগান হয় রঙিন ফুলের সমন্বয়ে— উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।”
প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। কারণ এতে সমাজে শান্তি আসে না। কারও ওপর অন্যায় হলে প্রচলিত আইনের মাধ্যমেই বিচার হওয়া উচিত।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের একটি পুরোনো বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ গদি হারালে পাঁচ-ছয় লাখ নেতাকর্মীর মৃত্যু হবে বলা হলেও বাস্তবে এমন কিছুই হয়নি। এটা ছিল ভয়ভীতি ছড়ানোর একটি অপচেষ্টা।”
সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন:
এর আগে সকাল ১০টায় জামায়াত আমির ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে স্থানীয় কর্মীদের সঙ্গে এক কর্মীসভায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেন।
সূত্র:নয়া দিগন্ত
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ