আজ রোববার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গাতেও এমন আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল সিলেটের কিছু কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের হাতিয়ায়, ৭৮ মিলিমিটার। সেখানে গড় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে—৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।