 
                
                
                
            
            বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় ঐক্যমতের সরকার গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারকে আরও দৃঢ়ভাবে কাজ করতে হবে, কারণ দেশে ও বিদেশে বসে থাকা ফ্যাসিবাদী শক্তিগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যাতে দেশের সামনের নির্বাচন বানচাল করা যায়। তবে স্পষ্ট করে দেন, এই অন্তর্বর্তী সরকার বিএনপির আন্দোলনের ফসল এবং বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে।
শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ও উত্তরজয়পুর ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।
এ্যানি বলেন, “বর্তমান সরকার আমাদের সরকার, আমরা তাদের দায়িত্ব দিয়েছি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলেই এই সরকার এসেছে। তাই আমাদের সবার দায়িত্ব এখন দেশকে ঐক্যের পথে নিয়ে যাওয়া।”
তিনি উপদেষ্টাদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, “আপনারা যদি সতর্ক না থাকেন, হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান না হয়, তাহলে দেশের মানুষ হতাশ হবে, বিপদে পড়বে। খুনের বিচার করতে হবে, দ্রুত করতে হবে। এই বিচার যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে।”
এ্যানি আরও বলেন, “নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সংস্কারের কথা বলা হলেও এখনো কিছুই দৃশ্যমান নয়। তিন মাসের পরিবর্তে ছয় মাস লাগলেও হোক, কাজটা শুরু হোক। কারণ দেশের জনগণ অপেক্ষা করছে পরিবর্তনের জন্য। দেশের শত্রুরা ফাটল ধরাতে চায়, পারস্পরিক ঐক্য নষ্ট করতে চায়। পাশ্ববর্তী দেশ ভারতও বিষয়গুলোতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।”
তার বক্তব্যে তিনি গত ১৭ বছরের আন্দোলন, আত্মত্যাগ ও শহীদের রক্তের কথা স্মরণ করেন। তিনি বলেন, “৫ আগস্টের পরে দেশে কোনো ফাটল থাকবে না, কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না। আমরা রক্তের বিনিময়ে আজকের অবস্থানে পৌঁছেছি, তা বৃথা যেতে দেব না।”
আন্তর্জাতিক চক্রান্ত ও ফ্যাসিবাদী হুমকির কথা উল্লেখ করে এ্যানি বলেন, “জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার।
 
                        যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
 
                        যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
 
                        সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
 
                        কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ