বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রচলিত প্রথম-ভোট-পাওয়া ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। এতে ৫১ শতাংশ ভোটে সরকার গঠিত হলেও ৪৯ শতাংশের কোনো মূল্যায়ন থাকে না। কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং এতে কোনো একক দল স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমেই প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।
রোববার (৬ জুলাই), পবিত্র আশুরা উপলক্ষে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে সন্ত্রাস, দখলবাজি ও মব নৈরাজ্যের বিরুদ্ধে প্রয়োজনে “যুদ্ধ” ঘোষণা করেন তিনি। তার ভাষায়, “জুলাই চেতনা বিনষ্টের চেষ্টা করলে ছাত্র-জনতা রাস্তায় নামবে, আর তখন সন্ত্রাসীদের কোনো সুযোগ থাকবে না।”
সভাপতির বক্তব্যে নগর আমির নূরুল ইসলাম বুলবুল বলেন:
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও ড. হেলাল উদ্দিন শহীদ আবু সাঈদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের রক্তে নতুন বাংলাদেশ গড়ে উঠছে।
এ সভা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়, মব-সন্ত্রাস ও দখল রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার। বক্তারা প্রহসনের নির্বাচন নয়, জনগণের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার পথকেই সমাধান হিসেবে তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ