জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি কার্যকর ও দূরদর্শী নেতৃত্ব নিশ্চিত করতে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে। তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গঠিত এই পরিষদে স্থান পেতে পারেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার দক্ষ, অভিজ্ঞ ও প্রগতিশীল ব্যক্তিবর্গ।
দলটির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থী হতে পারেন সাবেক সিনিয়র সচিব, বিশিষ্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক, অভিজ্ঞ আইনজীবী, স্বনামধন্য ব্যবসায়ী এবং শ্রমিক নেতা। রাজনৈতিক বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে এনসিপি ঘোষণা দিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া যেকোনো রাজনৈতিক দলের যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিরাও এই উপদেষ্টা পরিষদে যোগদানের সুযোগ পাবেন।
তবে এক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। প্রার্থীকে অবশ্যই ফ্যাসিবাদবিরোধী হতে হবে এবং এনসিপির রাজনৈতিক দর্শন ও মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। ব্যক্তিগত বা পেশাগত জীবনে তার অতীত কর্মকাণ্ডে যদি কোনো ধরনের জনবিরোধী বা বিতর্কিত ভূমিকা পাওয়া যায়, তবে তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হবে না—এই বিষয়ে দলটি কঠোর অবস্থানে রয়েছে।
দলের এক মুখপাত্র জানিয়েছেন, "আমরা এমন একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে চাই, যারা অভিজ্ঞতা, নৈতিকতা ও প্রগতিশীল মূল্যবোধের সমন্বয়ে এনসিপিকে একটি গণতান্ত্রিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন।"
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ