 
                
                
                
            
            বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত ও প্রত্যাশিত বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের সেন্ট্রাল পার্ক লেনের হোটেল দি ডরচেস্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি শুরু হওয়ার আগেই তারেক রহমান হোটেলে পৌঁছে যান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির।
বৈঠকে নির্বাচন সময় পুনঃনির্ধারণ, রাজনৈতিক সংস্কার ও চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে উপস্থিতদের অভিব্যক্তি থেকে একটি ইতিবাচক পরিবেশের ইঙ্গিত পাওয়া গেছে।
বৈঠক শেষে হাসিমুখে হোটেল ত্যাগ করতে দেখা যায় তারেক রহমানকে। তিনি সরাসরি নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আলোচনাটি রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
                        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
 
                        বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
 
                        ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
 
                        খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই