 
                
                
                
            
            দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে সরকার হঠাৎ করে একটি নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সরকারের এই পদক্ষেপটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে এতে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বেশিরভাগ মতামত উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, নতুন অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে অ্যাডমিন ক্যাডার ছাড়াও আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের সুযোগ রাখা হয়েছে।
নতুন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে এনবিআরের পুরো জনবল হস্তান্তর করা হবে, এবং এখান থেকেই প্রয়োজন অনুযায়ী রাজস্ব নীতি বিভাগে জনবল পাঠানো যাবে। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জনবলও রাজস্ব নীতি বিভাগে সংযুক্ত হবে।
এই হঠাৎ সিদ্ধান্তে রাজস্ব প্রশাসনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকার বিভিন্ন কর অঞ্চল, কাস্টমস হাউস এবং ভ্যাট কমিশনারেটের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও আন্দোলনে যোগ দেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। এই সময় রাজস্ব আদায়ের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।
বিক্ষুব্ধ কর্মকর্তারা মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা থেকে রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।