জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের এটি আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় র্যাঙ্কিং অর্জন।
সিরিজের প্রথম টেস্টে ঝকঝকে এক ইনিংসে ১০৪ রানের সেঞ্চুরি করার পাশাপাশি বোলিংয়ে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন মিরাজ। এসব পারফরম্যান্সের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে টপকে অলরাউন্ডার তালিকায় উঠে আসেন দুই নম্বরে। বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ৩২৭, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
অলরাউন্ডার তালিকার শীর্ষে রয়েছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪০০।
সিরিজ ও ম্যাচসেরার পুরস্কার জেতা মিরাজ শুধু অলরাউন্ডার তালিকায় নয়, ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন। ব্যাট হাতে তিনি আট ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৫তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৫ উইকেট নেওয়ায় তিনি দুই ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে অবস্থান করছেন।
এ ছাড়া, অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যেও র্যাঙ্কিংয়ে উন্নতির ধারা লক্ষ করা যাচ্ছে। ওপেনার সাদমান ইসলাম দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন সেঞ্চুরি করে ১৭ ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৯ উইকেট শিকার করে বোলিংয়ে সাত ধাপ এগিয়ে ১৬তম স্থানে অবস্থান করছেন। তরুণ স্পিনার নাঈম হাসান বোলিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে রয়েছেন।
এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্য আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে দলীয় সাফল্যের ভিতকে আরও মজবুত করবে বলে আশা করা যাচ্ছে।