সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ও প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবিতে দেশজুড়ে কর্মবিরতিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার লাখ শিক্ষক।
‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে আজ সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষকরা প্রতিদিন এক ঘণ্টা করে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকবেন।
সংগঠনের নেতারা জানিয়েছেন, ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতির পরও দাবি আদায় না হলে, ১৬ থেকে ২০ মে প্রতিদিন দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সরকারের পক্ষ থেকে দাবি মানা না হলে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডের দাবি জানিয়ে আসলেও আপাতত ১১তম গ্রেডে উন্নীত হওয়ার জন্য আন্দোলন করছেন তারা। একইসঙ্গে ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিও উত্থাপন করেছেন।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত রয়েছেন। উচ্চ আদালতের সাম্প্রতিক এক রায়ে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশের পর আন্দোলন আরও জোরদার হয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতির পরও দাবি আদায় না হলে, ১৬ থেকে ২০ মে প্রতিদিন দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সরকারের পক্ষ থেকে দাবি মানা না হলে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডের দাবি জানিয়ে আসলেও আপাতত ১১তম গ্রেডে উন্নীত হওয়ার জন্য আন্দোলন করছেন তারা। একইসঙ্গে ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিও উত্থাপন করেছেন।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত রয়েছেন। উচ্চ আদালতের সাম্প্রতিক এক রায়ে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশের পর আন্দোলন আরও জোরদার হয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা