নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের ফরাজীকান্দা এলাকায় একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে।
শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে কাশিপুরের রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুশি সেখানে গত তিন মাস ধরে ভাড়া থাকছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়িতে এক আত্মীয়ের সুবাদে তিনি ওই বাসায় আশ্রয় নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালায় ও তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় রজনী আক্তার তুশি উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন, যা জনতাকে আরও ক্ষিপ্ত করে তোলে।
অবরুদ্ধ অবস্থায় তুশি বলেন,
“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি থানায় যেতে প্রস্তুত। আমাকে কেন মবের শিকার হতে হলো?”
পরে সদর মডেল থানা পুলিশের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন,
“তুশির বিরুদ্ধে মামলা রয়েছে, সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন,
“তাকে যাত্রাবাড়ী থানার একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানার হেফাজতে রয়েছেন, পরে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা