 
                
                
                
            
            জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ জুন, বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এ বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা। প্রশাসনিক সংস্কার এবং আগামীর নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত সংগ্রহই ছিল কমিশনের লক্ষ্য। সকাল সাড়ে ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একাডেমিতে আসতে শুরু করেন, যদিও জামায়াত প্রথম দিনের (১৭ জুন) বৈঠকে অংশ নেয়নি।
দ্বিতীয় দিনে উপস্থিত হয়ে জামায়াত নেতারা স্পষ্ট করেন—তারা জাতীয় সিদ্ধান্ত-প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার বার্তাই দিতে চায়। আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তাব নথিবদ্ধ করা হয়েছে এবং তা থেকে শিগগিরই একটি খসড়া কর্মপথ প্রণয়ন করা হবে।
জামায়াতের এই অংশগ্রহণ, বিশেষত তাদের শীর্ষ দুই নেতার সরাসরি উপস্থিতি, জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে বলে পর্যবেক্ষকদের অভিমত—যা ভবিষ্যতের সংলাপে অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।
 
                        যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
 
                        যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
 
                        সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
 
                        কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ