হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নিন, আপনাদের স্বাগত জানানো হবে।”
বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা কোনো ধর্ম, বর্ণ বা পেশার পার্থক্যে বিশ্বাস করি না। অতীতে যাঁরা নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছেন, তাঁদের ফিরিয়ে আনতেও আমরা উদ্যোগ নিতে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মন্দির, গির্জা বা মঠ পাহারায় রাখার প্রয়োজন হবে না। আমরা সেই সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সবাই নিরাপদে থাকবেন।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো মবের পক্ষে নই। কেউ অপরাধ করলে তার বিচার আদালতে হবে। নিজ হাতে আইন তুলে নেওয়ার সংস্কৃতি আমরা চাই না।”
প্রীতি সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “আমাদের প্রাণের আট দফা দাবি জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করবে—এই প্রত্যাশা রাখছি।” তিনি আরও বলেন, “আমরা বারবার নির্যাতনের শিকার হয়েছি, বিচার পাইনি। এবার আমরা সুবিচার চাই।”
হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “১৯৫৪ সাল থেকে আমরা আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে আছি। এবার আমরা সেই জিম্মিদশা থেকে মুক্তি চাই। আমরা চাই, সংসদে নিজেদের কথা নিজেরা বলতে পারি।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আবদুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
অতিথিদের মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ইমানুয়েল ব্যাপ্টিস্ট চার্চের পাস্তর তপন রায়, হিন্দু মহাজোটের সভাপতি দিনবন্ধু রায়, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি বদন্ত স্বরূপানন্দ ভিক্ষুসহ অনেকে।
সূত্র:ইত্তেফাক
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ