গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি, কো-অপ (Co-op), ইসরাইলি সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সম্প্রতি কো-অপের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে উত্থাপিত প্রস্তাবটি বিপুল সমর্থন পায়—৭৩ শতাংশ কর্মী প্রস্তাবের পক্ষে ভোট দেন।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা, যারা ইসরাইলের সব পণ্য বয়কট করবে। যদিও প্রস্তাবটি বাধ্যতামূলক নয়, কো-অপ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সদস্যদের মূল্যবোধের ভিত্তিতে নিয়মিত নীতিমালা পর্যালোচনা করে থাকে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই গ্রীষ্মের শেষ নাগাদ।
প্রস্তাবের পেছনে সক্রিয়ভাবে কাজ করেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC)। সংগঠনটি এই ভোটকে ফিলিস্তিনের প্রতি যুক্তরাজ্যবাসীর ন্যায়ের পক্ষে স্পষ্ট বার্তা হিসেবে দেখছে। তাদের ভাষায়, “এই পদক্ষেপ ইসরাইলের বর্ণবৈষম্যমূলক অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাজ্যের সাধারণ মানুষের অবস্থান প্রকাশ করে।”
প্রসঙ্গত, কো-অপ ২০০৭ সালেও প্রথমবারের মতো ইসরাইলি পণ্য বয়কট করেছিল—ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতির প্রতিবাদে। এবং ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর রুশ পণ্য বিক্রিও বন্ধ করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে গাজায় চলমান গণহত্যায় করপোরেট সহযোগিতার বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী চাপ বাড়ছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। কো-অপ সদস্যদের মতে, এই পরিস্থিতিতে ইসরাইলি পণ্য বিক্রি প্রতিষ্ঠানটির ঘোষিত মানবাধিকার ও সামাজিক ন্যায়ের নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
সিদ্ধান্তটি কার্যকর হলে এটি হবে যুক্তরাজ্যে ফিলিস্তিন সংহতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পদক্ষেপ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই