ইসরায়েলের চলমান হামলা অব্যাহত থাকলে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যখন ইরানের সঙ্গে 'দীর্ঘস্থায়ী' সংঘাতের সতর্কবার্তা দিলেন, সেই মুহূর্তেই এই ঘোষণা এল।
জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইউরোপীয় কূটনীতিকরা তাকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির এক ভিডিও ভাষণে বলেন, সামনে 'কঠিন দিন' আসছে এবং তার দেশকে 'দীর্ঘস্থায়ী লড়াইয়ের' জন্য প্রস্তুত থাকতে হবে।
আরাগচি বলেন, ইসরায়েলের 'আগ্রাসন বন্ধ হওয়ার পরই' কেবল কূটনীতির পথে এগোনোর জন্য তৈরি ইরান।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইরান তাদের 'আইনসম্মত আত্মরক্ষার অধিকার প্রয়োগ' অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
'আমি স্পষ্টভাবে বলছি: ইরানের প্রতিরক্ষা-সক্ষমতা নিয়ে কোনো দরকষাকষি হবে না,' বলেন তিনি।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত অভিযোগ করেন, ইরান 'গণহত্যামূলক উদ্দেশ্য' নিয়ে চলছে এবং একটি স্থায়ী হুমকি হয়ে আছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে না পারার আগপর্যন্ত আক্রমণ থামাবে না ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য মার্কিন বিমান হামলা এড়াতে ইরানের হাতে 'সর্বোচ্চ দুই সপ্তাহ' সময় আছে। অবশ্য বৃহস্পতিবার ঘোষিত ১৪ দিনের সময়সীমার আগেই সিদ্ধান্ত নিতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ওদের সময় দিচ্ছি—সর্বোচ্চ দুই সপ্তাহ।' সবাই 'সুবিবেচকের মতো আচরণ করে কি না', সেটা দেখাই তার এ সময় দেওয়ার লক্ষ্য বলে জানান তিনি।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচির বৈঠলকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।
'ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না,' বলেন ট্রাম্প। 'ওরা আমাদের সঙ্গেই কথা বলতে চায়। ইউরোপ এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না।'
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, মধ্যপ্রাচ্যে এক ভয়ানক ও অনিশ্চিত সংকট তৈরি হয়েছে, অথচ যুক্তরাষ্ট্র এর সমাধানে 'অল্প সময়' দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারোত জানান, ইউরোপীয় নেতারা ইরানকে প্রস্তাব দিয়েছেন, তারা যেন যুদ্ধবিরতির অপেক্ষা না করে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে।
ব্যারোত আরও বলেন, সামরিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ইরানে শাসন পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
তুলসি গ্যাবার্ডের তথ্য 'ভুল', ইসরায়েলকে থামানো 'খুব কঠিন' হতে পারে: ট্রাম্প
শুক্রবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড যে মন্তব্য করেছিলেন, সেটি 'ভুল'। পাশাপাশি ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করতে ইসরায়েলের হামলা বন্ধ করাটা 'খুব কঠিন' হবে।
সম্প্রতি ট্রাম্প প্রকাশ্যে ইরানের ব্যাপারে আরও কড়া অবস্থান নিয়েছেন। ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলের নিচে অবস্থিত ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছেন। এই কেন্দ্রটি এতটাই সুরক্ষিত যে, যুক্তরাষ্ট্রের 'বাংকার-বাস্টার' বোমা ছাড়া অন্য কোনো অস্ত্র দিয়ে এ স্থাপনা ধ্বংস করা অসম্ভব বলে মনে করা হয়।
নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তুলসি গ্যাবার্ড মার্চে কংগ্রেসে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস—ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তাহলে আমার গোয়েন্দা কমিউনিটি ভুল। গোয়েন্দা কমিউনিটির কে এই কথা বলেছে?'
এই মন্তব্য গাবার্ডের জানানোর পর ট্রাম্প সংক্ষেপে বলেন, 'তিনি ভুল বলেছেন।'
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গ্যাবার্ড বলেন, বিভ্রান্তি তৈরি করার জন্য তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
গ্যাবার্ড লেখেন, 'আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই স্পষ্ট করেছেন, এটি হতে দেওয়া যাবে না—এবং আমি তার সঙ্গে একমত।'
পাল্টাপাল্টি হামলা
শুক্রবার রাতেই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে ইরান মধ্য ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েলের তেল আবিব শহরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন খবরে বলা হয়েছে, শ্র্যাপনেল পড়ে ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি ভবনে আগুন ধরে যায়।
ইরানের কুম শহরে আবাসিক ভবনে হামলা, কিশোরসহ নিহত ২
শনিবার ইরানের কুম শহরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন। ভবনের চতুর্থ তলায় আঘাত হানে ওই হামলা।
কুম শহর ইরানের সুরক্ষিত ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত।
কুমে নিহত দুজনের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোর রয়েছে।
ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি দোষারোপ
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের ওপর সংঘাতের দায় চাপাতে থাকে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে ইসরায়েল ও তার মিত্রদের তথাকথিত 'অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকি'র (ইরানের তরফে) যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন।
ইরানি রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলকে এমন একটি দেশ, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলের হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন।
জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান 'ভুক্তভোগী সেজে নাটক করছে'। তিনি ইরাভানিকে করে বলেন, 'আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?'
ইরানে নতুন করে হামলা
ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন হামলার তথ্য জানানোর কিছুক্ষণ পরই মধ্য ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসফাহানে ইরানের বৃহত্তম পরমাণু গবেষণা কমপ্লেক্স রয়েছে। এর আগেও এ কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই