ইরান-ইসরায়েল সংঘর্ষের সময় তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে ইরানের নিরাপত্তা বাহিনী ১২ দিনে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে।
ফার্সের প্রতিবেদনে গ্রেপ্তার হওয়াদের “ইসরায়েলের ভাড়াটে সেনা” এবং “গুপ্তচর নেটওয়ার্কের সদস্য” হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়। এসব প্রদেশের মধ্যে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান উল্লেখযোগ্য।
তবে রাজধানী তেহরানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে—সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি স্বীকার করেছে, ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা “অপারেশন রাইজিং লায়ন” নামের একটি গোপন অভিযানে অংশ নিচ্ছিল। এ অভিযানের মাধ্যমেই ইরান সরকার এই বিস্তৃত গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই