পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের ইসরায়েল-নির্মিত হ্যারোপ কামিকাজে ড্রোনের হামলার জবাবে তাদের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে ‘সফট-কিল’ (প্রযুক্তিনির্ভর) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রনির্ভর) পদ্ধতি একসঙ্গে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতের এসব হামলা তাদের ‘হতাশা ও দিশেহারা অবস্থার প্রমাণ’। তিনি আরও জানান, ৬-৭ মে রাতে ভারতের কাপুরুষোচিত হামলায় তাদের পাঁচটি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস হয়ে যায়। ভারতের একাধিক সামরিক পোস্ট গুঁড়িয়ে যায় এবং সেনা হতাহতের ঘটনাও ঘটে।
তিনি বলেন, ভারত আতঙ্কে ড্রোন হামলার আশ্রয় নিয়েছে এবং গত রাতেও পাকিস্তানের বিরুদ্ধে হ্যারোপ ড্রোন নিক্ষেপ করেছে। পাকিস্তান সেগুলোর মধ্যে ১২টি ড্রোন ভূপাতিত করেছে। তিনি উল্লেখ করেন, ড্রোনগুলো ভূপাতিত হয়েছে লাহোর, অটোক, গুজরানওয়ালা, চকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, ছোর এবং করাচির কাছাকাছি এলাকায়।
লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় ড্রোনের আঘাতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন এবং একাধিক যন্ত্রাংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলেও তিনি জানান।
এদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে। এর আগে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় তারা পাকিস্তানকে দায়ী করে পাল্টা পদক্ষেপ নেয়।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, এর জবাবে ৭ মে মধ্যরাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে। বর্তমানে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে সেনা সংঘর্ষ চলছে।
এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব শুধু সীমান্ত নয়—আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যায়েও অনুভূত হতে পারে।
সূত্র:টিবিএস
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই