পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। বুধবার পাঁচটি বড় সিদ্ধান্ত ঘোষণার পর, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারত আরও একধাপ এগিয়ে পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল এবং ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে পাকিস্তানি নাগরিকদের ইস্যু করা সবধরনের বৈধ ভিসা বাতিল বলে বিবেচিত হবে। এর আওতায় চিকিৎসা ভিসাও অন্তর্ভুক্ত, যা ২৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে।
একইসঙ্গে, পাকিস্তানিদের জন্য নতুন করে আর কোনো ভিসা ইস্যু করা হবে না বলেও জানানো হয়েছে। ফলে দুই দেশের মধ্যে নাগরিক পর্যায়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেল।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, যারা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (২৩ এপ্রিল) ভারত পাঁচটি বড় সিদ্ধান্তের ঘোষণা দেয়, যার মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা ছাড় বাতিল, পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা হ্রাস এবং পাকিস্তানিদের ভারত ত্যাগের সময়সীমা নির্ধারণ।
ভারতের এমন কড়া পদক্ষেপে উপমহাদেশে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
সূত্র:কালবেলা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই