জাতীয় সংসদের নির্বাচনি আসনের সীমানা নির্ধারণে একটি স্বাধীন কমিটির বিধান সংবিধানে সংযোজিত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
ঐকমত্য কমিশনের সভার পর দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, আগামী নির্বাচনের জন্য সীমানা নির্ধারণের কাজটি হবে নির্বাচন কমিশনের অধীনেই। কিন্তু এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজনে সব দল একমত হয়েছে।
“আদম শুমারি হয় দশ বছর পর পর। আদম শুমারির পরেই ওই কমিটি সীমানা নির্ধারণের কাজ করবে। এটি হবে একটি স্বাধীন কমিটি। এনিয়ে সবাই একমত হয়েছে,” বলছিলেন মি. তাহের।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে বহু সংসদীয় আসন তছনছ করা হয়েছে। কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা দেয়ার জন্য।
“তাই আমরা বলেছি সীমানা নির্ধারণ স্বচ্ছ ও সঠিক হওয়ার জন্য এবার নির্বাচন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করুক। এটা হবে বিশেষায়িত কমিটি। এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজিত হোক,” বলছিলেন তিনি।
মি. তাহের বলেন, বিএনপি প্রথমে সংবিধানে বিষয়টি সংযোজন করতে দ্বিমত প্রকাশ করে একটি আইনের মাধ্যমে করতে চেয়েছে।
“পরে দীর্ঘ আলোচনার পর বিএনপি রাজি হয়েছে সংবিধানে এই কমিটির বিষয় থাকবে। পরে সবাই একমত হয়েছে,” বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ