২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশে নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এতে মোট ৯৩ জনের নাম, ঠিকানা ও পরিবারের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে জানান, “এটি একটি প্রাথমিক তালিকা। এখনো তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। যাচাই-বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।”
তবে এ সংখ্যা নিয়ে রয়েছে মতভেদ ও বিতর্ক। মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক তালিকায় ৬১ জন নিহত হওয়ার কথা জানায়। অন্যদিকে, তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট ঘটনাস্থল থেকে রিপোর্ট করে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন।
প্রসঙ্গত, ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সমাবেশের আয়োজন করে। দিন শেষে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সমাবেশকারীদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন। দীর্ঘদিন পর এবার সংগঠনটি নিহতদের প্রাথমিক একটি নামের তালিকা প্রকাশ করল। যাচাইয়ে দেখা গেছে, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক এবং কওমি মাদ্রাসার ছাত্র।
এ বিষয়ে এখনো সরকারি কোনো তালিকা প্রকাশ করা হয়নি। মানবাধিকার সংগঠনগুলো ও নাগরিক সমাজ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে।
সূত্র:দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ