বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট বিশ্বরোড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রয়েল বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।
সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে সোমবার (তারিখ দিন) ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪০ ধারায় রয়েল পরিবহনের একটি কাউন্টারকে ৪,০০০ টাকা জরিমানা করা হয় এবং একটি সতর্কতামূলক মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল।
অভিযোগ অনুযায়ী, ফকিরহাট থেকে গাজীপুর পর্যন্ত ৬৫০ টাকার নির্ধারিত ভাড়া না মেনে প্রতিজন যাত্রীর নিকট থেকে ১,০০০ টাকা করে আদায় করা হয়। যা মোট অনুমানিক সরকারের হিসেবেও অনেক বেশি।
সরকারি নির্ধারিত আনুমানিক ভাড়া (ফকিরহাট → গাজীপুর):
দূরত্বভিত্তিক ভাড়া: প্রায় ৫২৩ টাকা
টোল ও অন্যান্য চার্জ: প্রায় ৩৭০ টাকা
মোট আনুমানিক ভাড়া: ≈৮৯০ টাকা
সরকারি হিসাবে অনুমানযোগ্য একমুখী ভাড়া ৮৫০–৯৫০ টাকা হতে পারে। যদিও কোনো কোনো প্রাইভেট পরিবহন কোম্পানি কিছুটা বেশি দাবি করে থাকে, তবুও এর চেয়ে অনেক বেশি আদায় করলে তা আইনত শাস্তিযোগ্য।
সহকারী কমিশনার এ,এস, এমন শাহনেওয়াজ মেহেদী বলেন,
“প্রতিটি বাস কাউন্টারকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
যাত্রার আগে স্থানীয় কাউন্টারে ভাড়া যাচাই করুন
অনলাইনে (Shohoz, BusBD) টিকিট কেটে কিছুটা নিরাপত্তা পাওয়া যায়
বিকল্প রুটে (ফকিরহাট→খুলনা/ঢাকা→গাজীপুর) বাস বা ট্রেন ব্যবহার বিবেচনায় আনতে পারেন
জনসাধারণের ভোগান্তি রোধে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসনের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা