বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও ত্যাগের উৎসব ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে চাঁদ দেখা ও তারিখ ঘোষণার মধ্য দিয়ে। অঞ্চলভেদে চাঁদ দেখার ভিত্তিতে এবারের ঈদ বিভিন্ন দেশে ৬ কিংবা ৭ জুন অনুষ্ঠিত হবে।
৬ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ
মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে ৬ জুন ঈদুল আজহা পালনের ঘোষণা এসেছে।
চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে। ফলে ৬ জুন, অর্থাৎ জিলহজের ১০ তারিখে ঈদ উদযাপিত হবে।
৭ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ
যেসব দেশে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি, সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হওয়ায় ২৯ মে থেকে জিলহজ গণনা শুরু হবে। ফলে ৭ জুন ঈদুল আজহা পালিত হবে।
এই তালিকায় রয়েছে:
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৮ মে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে আবহাওয়া অধিদপ্তর ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে ঈদ হওয়ার সম্ভাব্য দিন ৭ জুন। ঈদ উপলক্ষে ইতোমধ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসলামিক ক্যালেন্ডার চাঁদনির্ভর হওয়ায় আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ফলে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন তারিখে ঈদ পালিত হয়ে থাকে।
ঈদুল আজহা শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, এটি আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক।
এই দিনটি স্মরণ করায় নবী ইব্রাহিম (আ.)-এর সেই মহান ত্যাগের কথা, যখন তিনি মহান আল্লাহর নির্দেশে তাঁর পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হন।
আজও এই শিক্ষাই মুসলমানদের উদ্বুদ্ধ করে আত্মত্যাগ, সহানুভূতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে।