হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে। আজ রোববার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে এ দাবি জানান সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
সকালে শুরু হওয়া এ সভা শেষে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঁচটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের বিষয়টি। হেফাজতের দাবি, এই কমিশনের প্রস্তাবনায় ধর্মীয় বিধানকে, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ইসলাম ও মুসলমানদের বিশ্বাসের পরিপন্থী। সেই কারণে শুধু এই প্রস্তাব নয়, পুরো কমিশনই বাতিলের দাবি জানান তারা।
এছাড়া, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় বহুত্ববাদের ধারণা নিয়ে আপত্তি তোলে হেফাজত। তারা মনে করে, এই ধারণা ইসলামবিরোধী এবং এতে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থার জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়।
সভায় আরও দাবি জানানো হয়, শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’ এবং মোদিবিরোধী আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ও প্রত্যাহার করতে হবে।
হেফাজত ভারতের পার্লামেন্টে সদ্য পাস হওয়া ওয়াক্ফ আইন সংশোধনী বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ভারতের প্রতি এ বিষয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেয়। একই সঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের এ বর্বরতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, আগামী ৩ মে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশের আয়োজন করা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। মামুনুল হক জানান, এই সমাবেশ সফল করতে আগামী ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ